ঢাকা, শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

নবাবগঞ্জে কলেজ ছাত্র সৌরভের পায়ের রগ কাটা লাশ উদ্ধার

অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ : | প্রকাশের সময় : বুধবার ১ ডিসেম্বর ২০২১ ১২:১১:০০ অপরাহ্ন | দেশের খবর

দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ মোঃ সৌরভ (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে। আজ বুধবার সকাল ৭ টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের চামুন্ডাই গ্রামে তার নিজ বাড়ির পাশে নলশীষা নাদীর পাড় থেকে পায়ের রগ কাটা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। 

নিহত সৌরভ উপজেলার চামুন্ডাই গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে সে আফতাবগঞ্জ সরকারি কলেজের ছাত্র বলে জানিয়েছেন এলাকাবাসী। 

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান,সৌরভ নামে এক যুবকের লাশ বাড়ির পাশে নলশীষা নদীর পাড় থেকে পায়ের রগ কাটা মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি এখন পর্যন্ত কারো বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় নাই। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা চলমান।