৫ জুন সোমবার বেলা ১১ টার দিকে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের খাওগাইর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা ডাংগা ইউনিয়নের দঃ ভিরিন্দা গ্রামের গাজী মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোস্তফা সকালে ডাংগা থেকে ঘোড়াশাল পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের খাওগাইর এলাকার পৌরসভার একটি নির্মানাধীন রাস্তার কাজের জন্য ট্রলিতে ইট বোঝাই করে বের হয়। পরে সকাল সাড়ে ১১টারদিগে ট্রলি নিয়ে ওই রাস্তায় পৌঁছায় মোস্তফা। পরে ট্রলির অর্ধেক ইট নামানোর পর বাকি ইট নামানোর জন্য ট্রলি ঘুড়াতে গিয়ে ট্রলিটি উল্টে যায়। এসময় ট্রলির নিচে পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে এই বিষয়ে রাস্তার ঠিকাদারকে একাধিক বার ফোন দিলে রিং হলেও মোবাইল ফোন রিসিভ হয়নি।
পুলিশ খবর ঘটনা স্থানে গিয়ে ট্রলি ও নিহত মোস্তফা কে না পেয়ে নিহতের বাড়ি ডাংগা ইউনিয়ন এর ভিরিন্দা গ্রামে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এএসআই মো: মঞ্জুর রহমান জানান,যে ট্রলি উল্টে মোস্তফা নিহত হয়েছে সেই ট্রলি তাদের নিজের থাকায় নিহত মোস্তফার পরিবার কোন মামলায় যাবে না এবং ময়নাতদন্ত ছাড়া মরদেহ গ্রহনের জন্য আবেদন করে। পরে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ ট্রলির মালিক মাসুদ পিতা মৃত জহুর উদ্দিন, গ্রাম ভিরিন্দা,ডাংগা, পলাশ, নরসিংদী। তবে সরেজমিনে গিয়ে ট্রলির মালিক মাসুদ এর সাথে কথা বলা যায়নি।