টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আ.লীগ, অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা মোড় এলাকা থেকে শুরু করে বিভিন্ন স্লোগানে স্লোগানে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিল করেছে নেতাকর্মীরা।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, বিএনপি-জামায়াত হরতালের নামে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে। আমরা আওয়ামী লীগ নেতা-কর্মীরা আহসানুল ইসলাম টিটু এমপি মহোদয়ের নির্দেশে এই অপতৎপরতা প্রতিহত করতে রাজপথে প্রস্তুত আছি। কোনো ধরণের সহিংসতার চেষ্টা করা হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু, আওয়ামী যুবলীগ যুগ্ম আহ্বায়ক মো. আনিসুজ্জামান তুহিন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. বাবর আল মামুন, শ্রমিক লীগ সভাপতি মো. আব্দুস ছালাম, ছাত্রলীগ সভাপতি আজিম হোসেন রতন সহ অন্যান্য নেতাকর্মী বৃন্দরা।