ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

নাগরপুরে সাংবাদিকদের সাথে উপজেলা মৎস্য অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাংগাইল প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ২৩ জুলাই ২০২২ ০৬:৩৯:০০ অপরাহ্ন | দেশের খবর

''নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ'' - এই স্লোগানকে সামনে রেখে  টাংগাইলের নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ শুরু হয়েছে। মৎস সপ্তাহ ২০২২ উপলক্ষে শনিবার ২৩ জুলাই নাগরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাসুম বিল্লাহ।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন, ক্ষেত্র সহকারী মোঃ আলী জিন্নাহ, সাংবাদিক মো. জসিউর রহমান লুকন, সাংবাদিক কেএম সুজন,আব্দুল্লাহ খিজির, মো. আনিছ মিয়া সহ মৎস দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ

 

নাগরপুর মৎস্য দপ্তর জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে পুরো সপ্তাহ ব্যাপী ব্যানার ফেস্টুন, সড়ক র‍্যালি, আলোচনা সভা, স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ, উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, বর্তমান সরকারের মৎস্য সেক্টরে অগ্রগতি বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শণী, অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা সহ নানাবিধ কর্মসূচী গ্রহণ করেছে।

 

এ সময় মি. বিল্লা বলেন, আমরা আমাদের দেয়া গতবারের লক্ষ মাত্রা আর্জন করেছি। সেই সাথে আনন্দের সাথে জানাচ্ছি আমাদের দেশ এখন মাছে স্বয়ংসম্পূর্ণ।