ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

নাগরপুরে ৩'রা নভেম্বর জেল হত্যা দিবস পালন করেছে উপজেলা আ.লীগ

গোপাল সরকার, নাগরপুর: | প্রকাশের সময় : শুক্রবার ৩ নভেম্বর ২০২৩ ০৬:১০:০০ অপরাহ্ন | দেশের খবর
টাঙ্গাইলের নাগরপুরে ৩'রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে উপজেলা আ.লীগ এর আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) সকালে জাতীয় চার নেতার স্বরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং বিকালে আ.লীগ দলীয় কার্যালয়ে সভাপতি মো: জাকিরুল ইসলাম উইলিয়াম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: কুদরত আলী'র সঞ্চালনায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
 
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগ সাবেক সহ-সভাপতি ও সদস্য উপজেলা আ.লীগ কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, উপজেলা আ.লীগ সহ-সভাপতি মো: মতিয়ার রহমান মতি, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ভিপি জহুরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: খালিদ হাসান, কোষাধক্ষ বাবু দিলীপ কুমার সাহা, মহিলা বিষয়ক সম্পাদক র‍ৌশনারা মাসুদা, শহিদুল হক কিরণ, হাবিবুর রহমান হাবিব, মোকনা ইউপি চেয়ারম্যান মো: শরিফুল ইসলাম শরিফ, মামুদনগর ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল সহ উপজেলা আ.লীগ অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী বৃন্দরা।
 
উল্লেখ্য; ১৯৭৫ সালের এই দিনে আওয়ামী লীগের চারজন জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, মুহাম্মদ মনসুর আলী এবং আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান'কে কারাগারের ভিতরে খুন করা হয়। হত্যাকাণ্ডের স্মৃতি স্মরণার্থে ৩'রা নভেম্বর এ দিবস পালন করা হয়।