টাঙ্গাইলের নাগরপুরে এমআরআরআইডিপি (MRRIDP) প্রকল্পের আওতায় উপজেলার ৪ টি সড়ক পাকাকরণ কাজের প্রকল্প অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সড়কগুলো হচ্ছে, উপজেলার ভাদ্রা - দপ্তিয়র সড়ক, মামুদনগর বাজার - নঙ্গিনাবাড়ি সড়ক, তেবাড়িয়া- পাইকশা সড়ক, তেবাড়িয়া বাজার- তেবাড়িয়া কলেজ গেট পর্যন্ত মোট ৪ টি সড়ক যার প্রাক্কলিত মোট চুক্তি মূল্য প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা।
এ বিষয়ে টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। নাগরপুরে ৪ টি সড়ক পাকাকরণ কাজের প্রকল্প অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।