ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

নাটোরে আ.লীগের সভায় এমপি ও উপজেলা চেয়ারম্যান সমর্থকদের মধ্যে হট্টগোল

নাটোর প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৬ জানুয়ারী ২০২৩ ০৪:০৩:০০ অপরাহ্ন | দেশের খবর

 


২৯ জানুয়ারি রাজশাহীতে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশ উপলক্ষে নাটোর সদর ও পৌর আওয়ামী লীগের প্রস্তুতি  সভায় সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও  জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক শরিফুল ইসলাম রমজানের  অনুসারীদের মাঝে বাকবিতন্ডা এবং ধস্তাধস্তির  ঘটনা ঘটেছে। এ নিয়ে দুই পক্ষে হঠাৎ উত্তেজনা শুরু হলে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
বুধবার(২৫ জানুয়ারি) দুপুরে এন এস সরকারি কলেজ মিলনায়তনে সভা চলাকালীন এ ঘটনা ঘটে।
বুধবারের প্রস্তুতি  সভায় উপস্থিত একাধিক আওয়ামী লীগের কর্মী জানান, সদর ও পৌর আওয়ামী লীগের প্রথম পরিচিতি ও ২৯শে জানুয়ারির সমাবেশে যোগদানের প্রস্ততি উপলক্ষে সভা আহ্বান করেন সদর উপজেলা সভাপতি-স¤পাদক এবং পৌর সাধারন স¤পাদক হাবিবুর রহমান খান চুন্নু। এই সভায় যোগদান করেন এমপি শিমুল ও তাঁর অনুসারী হিসেবে পরিচিত নেতাকর্মীরা। সভা শুরুর পর দুপুরে নিজ অনুসারীদের নিয়ে সেখানে হাজির হন উপজেলা চেয়ারম্যান ও  জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক রমজান। এসময় রমজান পৌর সাধারন সম্পাদকের একক কর্তৃত্বে সভা আহ্বান ও কমিটির বাইরের নেতাকর্মীদের যোগদান নিয়ে প্রশ্ন তোলেন। এসময় মঞ্চ থেকে পাল্টা প্রতিবাদ শুরু হলে দু'পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে  সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল উত্তেজিত হয়ে সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হলে  পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে । পরে সভা বয়কট করে চলে যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমজান। এ ঘটনায় শরিফুল ইসলাম রমজান এবং সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ইয়েই পরস্পরকে দায়ী করে বলেন সেখানে কোন অপ্রিীকর ঘটনা ঘটেনি।