ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

নাশকতা এড়াতে বন্ধ হচ্ছে ৬ ট্রেন

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শুক্রবার ২২ ডিসেম্বর ২০২৩ ০২:৫৪:০০ অপরাহ্ন | জাতীয়

চলমান হরতাল অবরোধে নাশকতা এড়ানোর লক্ষ্যে আন্তঃনগরসহ রাতে চলাচলরত ‘অগুরুত্বপূর্ণ’ ছয়টি ট্রেন চলাচল বন্ধ করছে বাংলাদেশ রেলওয়ে।

 

শুক্রবার (২২ ডিসেম্বর) রেলের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

 

 

রেলওয়ে সূত্র জানায়, রাতের যে ট্রেনগুলো চলাচল করে এবং যে সমস্ত রুটে ঝুঁকিপূর্ণ স্পট বেশি সে ট্রেনগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হচ্ছে। এরইমধ্যে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ রাজশাহী থেকে পার্বতীপুর পর্যন্ত উত্তরা এক্সপ্রেস এবং ঈশ্বরদী থেকে রহনপুর পর্যন্ত কমিউটার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে।

 

এ বিষয়ে বিস্তারিত জানাতে বিকেল তিনটায় কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলওয়ের ঢাকা বিভাগীয় অফিস সংবাদ সম্মেলন ডেকেছে।  

 

এর আগে নাশকতা এড়াতে রাতের পশ্চিমাঞ্চলের ৩-৪ টি ট্রেন বন্ধ হবে বলে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার জানিয়েছিলেন।