ঢাকা, মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

নাসিরনগরে বজ্রাঘাতে যুবকের মৃত্যু

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া : | প্রকাশের সময় : মঙ্গলবার ৮ অক্টোবর ২০২৪ ০৮:৩৫:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে শাহিন মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৮ অক্টোবর) সকালে মেঘনাপাড়ের লালুয়ারটুক এলাকায় ঘটে এই মর্মান্তিকতা। নিহত মো. শাহীন মিয়া (৩৫) জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের লালুয়ারটুক গ্রামের মো. সাজু মিয়ার ছেলে।
 
 
নিহতের পরিবারের লোকজন ও স্থানীয়দের বরাত দিয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুল হক ভূঁইয়া জানান, মঙ্গলবার সকালে লালুয়ারটুক গ্রামের সাজু মিয়ার ছেলে শাহিন মিয়া বাড়ির পাশের মেঘনা নদীতে মাছ ধরতে যায়। বৈরি আবহাওয়াজনিত কারণে সকাল আটটার দিকে মেঘনাপাড়ের লালুয়ারটুক এলাকায় একাধিক বজ্রপাত হয়। এসময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই শাহীন মারা যায়।