অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কারো হস্তক্ষেপ চায় না নির্বাচন কমিশন। কমিশনের সচিব শফিউল আজিম বলছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা এ সব সুপারিশ করেছি।
বুধবার (২০ নভেম্বর) দুপুর ১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে ইসি সচিবের নেতৃত্বে কর্মকর্তাদের সঙ্গেও সংস্কার কমিশনের বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নির্বাচন এককভাবে কমিশন করে না উল্ল্যেখ করে তিনি বলেন, রাষ্ট্রের সকল অর্গান, অংশীজনেরা ইসির অধীনে থাকে।
একইসঙ্গে নির্বাচনী অপরাধ করে যাতে কেউ পার না পায়, ব্যবস্থা নেয়া হয় সেটাও সুপারিশ করেছি বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, ইসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছি। উনারাই এক্সপার্ট, নির্বাচন পরিচালনা করেন। পুরো প্রক্রিয়া নিয়ে অগাধ অভিজ্ঞতা রয়েছে তাদের। কমিশনের ক্ষমতা ও কার্যকারিতা কিভাবে বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।
পুলিশ ও মাঠ প্রশাসন কিভাবে আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বদিউল আলম মজুমদার আরও বলেন, ইসিকে অগাধ ক্ষমতা দেয়া হয়েছে, সেটা যেন প্রয়োগ হয় সেটা আলোচনা হয়েছে।
বায়ান্ন/এমএমএল/একে