ঢাকা, সোমবার ২০ মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১

নির্বাচনে পরাজয়ের পরদিন চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধিঃ | প্রকাশের সময় : সোমবার ২৯ নভেম্বর ২০২১ ০২:৪৪:০০ অপরাহ্ন | দেশের খবর
 
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ফলাফল অনুকুলে না আসার কষ্ট নিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাবিবুর রহমান (৩৮) নামে এক চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু হয়েছে। 
 
সোমবার (২৯ নভেম্বর) দুপুরে তাঁকে দুর্গাপুর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন। 
 
 এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ৫নং বাকলজোড়া ইউনিয়ন থেকে হাবিবুর রহমান চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতা করেন। এতে পরাজিত হলেও আশানুরুপ ভোট না পাওয়ায় সোমবার সকাল থেকেই বুকে ব্যথা অনুভব করেন তিনি। এ সময় পরিবারের লোকজন তাকে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তিনি ওই ইউনিয়নের গাবাউতা গ্রামের আব্দুল মতিন এর ছেলে। চেয়ারম্যান পদে ওই ইউনিয়ন থেকে ৩৩০০ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন।