ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

নড়াইলে মাছ ধরার নিষিদ্ধ জাল জব্দ

ফরহাদ খান, নড়াইল : | প্রকাশের সময় : শনিবার ৪ নভেম্বর ২০২৩ ০৩:৩৬:০০ অপরাহ্ন | দেশের খবর

নড়াইলে মাছ ধরার নিষিদ্ধ জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের আড়ংগাছা স্লুইচগেট এলাকায় ৫০০ ফুট নিষিদ্ধ জাল ও দেশি মাছ জব্দ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ জানান, নিষিদ্ধ জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। এদিকে জব্দকৃত পুটি, টেংরা, বাইনসহ বিভিন্ন প্রজাতির দেশি মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযান পরিচালনাকালে সিনিয়র মৎস্য কর্মকর্তা এনামুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ।