ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

নড়াইলে শিক্ষকের নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ফরহাদ খান, নড়াইল | প্রকাশের সময় : মঙ্গলবার ৩১ জানুয়ারী ২০২৩ ০৮:৫৩:০০ অপরাহ্ন | দেশের খবর

 

 
মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ক্লাস বর্জনের ঘোষণা !


নড়াইল সদর উপজেলার গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুকান্ত গোস্বামীর নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকাবাসীর আয়োজনে সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে হাতিয়াড়া বাজার এলাকায় এসব কর্মসূচী অনুষ্ঠিত হয়। এছাড়া সুকান্ত গোস্বামীর মুক্তি দাবি করা হয়।

এ সময় বক্তব্য রাখেন-গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপস পাঠক, অভিযুক্ত শিক্ষক সুকান্ত গোস্বামীর স্ত্রী ইতি গোস্বামী, শিক্ষার্থী সজিব পাল, হ্যাপী পাঠক, চৈতি গোস্বামী, কংকন পাঠক, মলয় কান্তি বিশ্বাস, বিলাস কুমার সরকার, সমীর কর, বিজয় বিশ্বাস, ইতি রানীসহ অনেকে।

বক্তারা বলেন, সহকারী শিক্ষক সুকান্ত গোস্বামীর নামে দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহার করে তাকে মুক্তি দিতে হবে। গত ১৮ জানুয়ারি ওই স্কুলের সপ্তম শ্রেণির একছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ এনে সুকান্ত গোস্বামীকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে ষড়যন্ত্রমূলক ভাবে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে প্রতিপক্ষরা। এ মামলায় সম্প্রতি সুকান্তকে গ্রেফতারও করেছে পুলিশ। মামলা প্রত্যাহার না হলে ক্লাস বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। #