ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

নড়াইলের চাঁচুড়িতে জিয়া জেনারেল হাসপাতালের উদ্বোধন

ফরহাদ খান, নড়াইল | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩১ মার্চ ২০২২ ০২:৩৭:০০ অপরাহ্ন | দেশের খবর



নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি বাজার এলাকায় দরিদ্র রোগিসহ সর্বসাধারণকে স্বাস্থ্যসেবা দেয়ার লক্ষ্যে যাত্রা শুরু করলো ‘জিয়া জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’। দুপুরে হাসপাতালটির উদ্বোধন করেন কালিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা।

জিয়া জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সত্ত্বাধিকারী জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-ডাক্তার আবুল ফজল, বীরমুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্যা, কালিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লুৎফর রহমান, ডাক্তার নিশিনাথ সাহা, চাঁচুড়ি-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা লুৎফর মুন্সী,  সমাজসেবক নাজির হোসেন মোল্যা, হায়দার মোল্যা প্রমুখ।

হাসপাতালের সত্ত্বাধিকারী জিয়াউর রহমান বলেন, নড়াইল শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার দুরে চাঁচুড়ি বাজারে চারতলা বিশিষ্ট ভবনে হাসপাতালের কার্যক্রম শুরু করা হয়েছে। হাসপাতালটিতে ১০ শয্যা রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগিদের ভালো সেবা দেয়া হবে। গরিব ও অসহায় রোগিসহ বীরমুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা রয়েছে। এদিকে প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের হাসপাতাল গড়ে ওঠায় খুশি এলাকার বিভিন্ন পেশার মানুষ। #