ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

নড়াইলের জেলা প্রশাসকের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি

ফরহাদ খান, নড়াইল | প্রকাশের সময় : শনিবার ৮ এপ্রিল ২০২৩ ০৭:৪৬:০০ অপরাহ্ন | দেশের খবর
 

নড়াইলের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। শুক্রবার দুপুরে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় আরো উপস্থিত ছিলেন-গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, নড়াইলের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) মুহাম্মদ আছিফ উদ্দীন মিয়াসহ প্রশাসনের কর্মকর্তারা।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ১৫ আগস্ট এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের আরো উন্নয়ন ও অগ্রযাত্রা কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

গত ৩ এপ্রিল নড়াইলের ডিসি হিসেবে কর্মস্থলে যোগদান করেন মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী। রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১২ মার্চ আশফাকুল হক চৌধুরীকে নড়াইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়। #