ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

নয় মাস পর রুমা-থানচিতে ভ্রম‌ণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

এইচ এম সম্রাট,বান্দরবান | প্রকাশের সময় : শুক্রবার ১৪ জুলাই ২০২৩ ০৪:৪০:০০ অপরাহ্ন | জাতীয়

দীর্ঘ নয় মাস পর বান্দরবানের রুমা ও থানছি উপজেলা থেকে পর্যটক ভ্রমনের উপর জারী করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন। তবে এখনো নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রোয়াংছড়ি উপজেলা। এর আগে আলিকদম উপজেলা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার(১৪ জুলাই) বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  ইয়াছমিন পারভিন তিবরীজির স্বাক্ষরিত জারীকৃত এক গনবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ায় দেশী বিদেশী পর্যটকরা রুমা উপজেলার বগালেক,কেওক্রাডং এবং থানছি উপজেলার নাফাকুম জলপ্রপাত,সাঙ্গু নদী পথে রাজা পাথর,তমা তুঙ্গীসহ জনপ্রিয় সকল পর্যটন স্পর্ট ও দর্শনীয় স্থান ঘুরে বেড়াতে আর কোন বাঁধা রইলনা।

উল্লেখ্য,বান্দরবানে অন্যান্য বছরের ন্যায় স্বাভাবিক ভাবে দেশী- বিদেশী পর্যটকরা ছুটে বেড়াচ্ছিল এক পাহাড় থেকে অন্য পাহাড়ে। হঠাৎ পাহাড়ে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী শসস্ত্র সংগঠন কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট(কেএনএফ) এবং জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া নামে নব গঠিত জঙ্গী গোষ্ঠির তৎপরতা বৃদ্ধি পাওয়ায় বান্দরবান জেলার রোয়াংছড়ি,রুমা,থানছি ও আলিকদম উপজেলায় সন্ত্রাস বিরোধী অভিযানে নামে র্যাব ও সেনা বাহিনী। যার কারনে গেল বছরের অক্টোবর মাসে পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় পর্যায় ক্রমে রোয়াংছড়ি, রুমা,থানছি ও আলীকদম উপজেলায় পর্যটক ভ্রমনের উপর নিষেধাজ্ঞা জারী করে জেলা প্রশাসন।