বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কে কার্যকর ও গতিশীল করার জন্য গভার্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেন ফরহাদ হোসেন আজাদা। ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতা আজাদকে গনসংবর্ধনা প্রদান করা হয়েছে।
সাবেক ফুটবল খেলোয়াড়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদকে গন সংবর্ধনা দেয়া হয়।
পঞ্চগড় জেলা ফুটবল খেলোয়াড় কল্যান সমিতি ও জেলা ফুটবল কোচ এসোসিয়েশন যৌথ ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার (২০ জানুয়ারী) পঞ্চগড় জেলা শহরের শেরেবাংলা পার্ক চত্বরের মুক্তমঞ্চে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
গণসংবর্ধনা অনুষ্ঠানে পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, ফুটবল একাডেমিসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন, জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন।
পঞ্চগড় পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন রনিকের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আদম সুফি।
এসময় জজ কোর্টের জিপি ও পৌর বিএনপির সাধারন সম্পাদক এমএ বারি, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হাসিনুর রহমানসহ জেলার পাঁচ উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদলের সভাপতি, সাধারন সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ