ঢাকা, শনিবার ১ ফেব্রুয়ারী ২০২৫, ১৯শে মাঘ ১৪৩১

পঞ্চগড়ে তারুণ্যে উৎসবে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

একেএম বজলুর রহমান, পঞ্চগড় | প্রকাশের সময় : শুক্রবার ২৪ জানুয়ারী ২০২৫ ১২:০৬:০০ অপরাহ্ন | দেশের খবর

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসবে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। টুনামেন্টের ফাইনাল খেলায় কায়েতপাড়া ও ব্যারিষ্টার একাদশ অংশ নেন। খেলায় কায়েতপাড়া একাদশ বিজয়ী হন। 

বুধবার (২২ জানুয়ারী) পঞ্চগড় সরকারি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এ খেলা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। 

পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় এসময় পঞ্চগড়ের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, ১৮ বিজির সিও মনিরুল ইসলাম পিএসসি উপস্থিত ছিলেন। 

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ