ঢাকা, মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী ২০২৫, ২১শে মাঘ ১৪৩১

পঞ্চগড়ে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

বজলুর রহমান, পঞ্চগড় | প্রকাশের সময় : বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ ০৩:২২:০০ অপরাহ্ন | দেশের খবর

‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ শ্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসবে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পঞ্চগড় সার্কিট হাউসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালার শুরুতেই স্বাগত বক্তব্য দেন পঞ্চগড় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো. সাবেত আলী। পঞ্চগড় জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। 

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম ইমাম রাজী টুলু, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী মিনহাজুর রহমান উপস্থিত ছিলেন। 

কর্মশালায় পঞ্চগড়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক্স মিডিয়ার সংবাদকর্মী ও পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নেন। কর্মশালায় অংশ নেয়াদের মধ্যে বিভিন্ন গ্রুপে বিভক্ত করে বিভিন্ন সমস্যা সমাধন নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশের উন্নয়নে বাধাসহ এসবের করনীয় নিয়ে আলোচনা করা হয়। পরে কর্মশালায় অংশ নেয়া প্রশিক্ষনার্থীদের গ্রুপ ভিত্তিক আলোচনায় জনপ্রশাসন, এলজিইডি, স্বরাষ্ট্র স্বাস্থ্য, বিচার বিভাগ, শিক্ষা ক্ষেত্রে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহনসহ বিভিন্ন বিষয়বস্তু আলোচনায় আসে। 

এছাড়াও এসব ক্ষেত্রে দলীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় এসব হচ্ছে বলে আলোচনা করা হয়। এসময় কর্মশালায় অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয় নিয়ে প্রস্তাবনা দেন।

বায়ান্ন/প্রতিনিধি/একে