পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ডা. মো. শফিকুল ইসলাম ও সাবেক হিসাবরক্ষক এস. এম. শাহিনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
৪৪ লাখ ৮৩ হাজার ৭২৫ টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশন। বুধবার (২২ জানুয়ারি) দুদক, সমন্বিত পটুয়াখালীর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল রনি বাদী হয়ে এ মামলা করেন। ডা. শফিক বর্তমানে স্বাধীনতা চিকিৎসা পরিষদ (স্বাচিপ) এর পটুয়াখালী জেলা সভাপতির দায়িত্ব পালন করছেন।
দুদকে মামলা সুত্রে জানা গেছে ২০১১-১২ থেকে ২০১৬-১৭ অর্থবছর পর্যন্ত পটুয়াখালী পৌরসভার ভ্যাট ও ট্যাক্স খাতের টাকা বিভিন্ন ব্যয় দেখিয়ে উত্তোলন করা হয়। কিন্তু ওই অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়।
মো. শফিকুল ইসলাম ও এস. এম. শাহিন পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার এবং দায়িত্বের চরম লঙ্ঘন করে দন্ডবিধির ৪০৯/১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।
তবে, মামলার এজাহারে উল্লেখ করা হয় একই অপরাধে সাবেক পৌর সচিব মো. হেলাল উদ্দিনের নামও ছিল, কিন্তু তিনি ২০২০ সালের ৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করায় তাঁকে এজাহার থেকে বাদ দেওয়া হয়।
এ বিষয়ে অভিযুক্ত পৌরসভার সাবেক ক্যাশিয়ার এস এম শাহিন সাংবাদিকদের জানান, ভ্যাট এবং ট্যাক্সের টাকা উত্তোলন করার কোন সুযোগ নেই। এ টাকা যথাযথ ফাইলের মাধ্যমে ব্যাংকে গচ্ছিত আছে। ডা: মো: শফিকুল ইসলামের পর যিনি মেয়র ছিলেন তিনি এটি আপটুডেট করলে আজকে তারা এ হয়রানি মুলক মামলার আসামী হতেন না। সঠিক তদন্তের মাধ্যমে হয়রানী মুলক এ মামলা থেকে তারা অব্যাহতি পাবেন বলেও দাবী করেন তিনি।
একাধিক বার ফোন করেও এ বিষয়ে ডা: মো: শফিকুল ইসলামের কোন বক্তব্য পাওয়া যায়নি।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ