ঢাকা, রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ই পৌষ ১৪৩১

পানি উন্নয়ন প্রকৌশলী কে সাথে নিয়ে ধলেশ্বরী নদীর ভাঙন পরিদর্শনে এমপি টিটু

গোপাল সরকার, নাগরপুর: | প্রকাশের সময় : রবিবার ১৬ জুলাই ২০২৩ ০৪:২৫:০০ অপরাহ্ন | দেশের খবর

টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ্বরী নদীর ভাঙন রোধ ও নদী শাসন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছে টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। রবিবার (১৬ জুলাই) উপজেলার এলাসিন সেতু ও কেদারপুর সেতু সংলগ্ন এলাকায় টাংগাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু জুবায়ের কে সাথে নিয়ে এই দুটি এলাকা পরিদর্শন করা হয়।পরিদর্শনকালে এমপি টিটু

এলাকাবাসীকে আশ্বস্ত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন এবং নদী ভাঙ্গন কবলিত যারা তাদের ঘরের টিন সহ প্রয়োজনীয় আর্থিক সাহায্য করা হবে বলে জানান।

এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আ. লীগের সহ সভাপতি মোঃ আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম দুলাল, আব্দুস ছবুর, উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক মাহফুজ রানা এমবি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. বাবর আল মামুন, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. আজিম হোসেন রতন, দেলদুয়ার উপজেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, সহ সভাপতি এস প্রতাপ মুকুল, এলাসিন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়া সহ অন্যান্য নেতাকর্মী বৃন্দরা।