ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

পাবনার চাটমোহরে স্বাধীনতার ৫২ বছর উদযাপন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি ॥ | প্রকাশের সময় : শনিবার ৪ মার্চ ২০২৩ ০৬:০২:০০ অপরাহ্ন | দেশের খবর


পাবনার চাটমোহরে অরবিটল লিংক স্কুল এন্ড কলেজের আয়োজনে স্বাধীনতার ৫২ বছর উদযাপন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে চাটমোহরের ঐতিহাসিক বালুচর মাঠে অনুষ্ঠিত স্বাধীনতার ৫২ বছর উদযাপন ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। কারন তারাই পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাবে।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কেএম আনোয়ারুল ইসলাম,চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তানজিনা খাতুন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সঞ্জু, হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেনসহ প্রতিষ্ঠানটির সকল শিক্ষক- শিক্ষার্থী, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ।