ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

পাবনায় শিশুর ক্যানোলা খুলতে গিয়ে আঙুলের একাংশ কাটার ঘটনায় তদন্ত কমিটি গঠন

পাবনা প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ৪ মার্চ ২০২৩ ০৯:৫৯:০০ অপরাহ্ন | দেশের খবর


পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক শিশুর ক্যানোলা খুলতে গিয়ে ডান হাতের কনিষ্ঠা আঙুলের একাংশ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটি গঠন হয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর বলেন, হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (সার্জারী) গৌতম কুমার ঘোষকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে শনিবার (৪ মার্চ)। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের শিশু ওয়ার্ডে তেইশদিন বয়সী এক শিশুর হাতের ক্যানোলা খুলতে গিয়ে ডান হাতের কনিষ্ঠা আঙুলের একাংশ কেটে ফেলেন এক আয়া। এর আগে সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামের চন্দন পালের শিশুকন্যা মিষ্টি পালকে ঠান্ডাজনিত কারণে গত ২৮ ফেব্রুয়ারী হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।