ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

পার্বত্য শান্তি চুক্তির দুই যুগ পূর্তিতে খাগড়াছড়িতে আনন্দ-অনুষ্ঠান আয়োজন

পিংকি বড়ুয়া (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি) : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২ ডিসেম্বর ২০২১ ০২:৪৭:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
পার্বত্য চট্টগ্রামের ঐতিহাসিক শান্তি চুক্তির আজ দুই যুগ পূর্ণ হলো। ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে তুলতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আয়োজন করেছে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্টানমালা। আজকের এ দিনে ১৯৯৭ সালের ২ রা ডিসেম্বর  চুক্তিটি সম্পাদিত হয়। ২ যুগ পূর্তি উপলক্ষ্যে  বর্ণিল বেলুন ও শ্বেতশুভ্র পায়রা খোলা আকাশে উন্মুক্ত করার মধ্য দিয়ে স্মরণীয় দিনটির শুভ উদ্বোধন করা হবে।
 
দিনব্যাপি অনুষ্ঠানে আরো থাকবে কেক কাটা, দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ, মাস্ক বিতরণ, আলোচনা সভা এবং পাহাড়ি আদিবাসীদের  সাংস্কৃতিক অনুষ্ঠান । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় এমপি  জনাব কুজেন্দ্রলাল ত্রিপুরা। বিশেষ অতিথি  বাসন্তী চাকমা, সংসদ সদস্য ৩০৯ নং মহিলা আসন।রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা,জেলা প্রশাসক জনাব প্রতাপ চন্দ্র বিশ্বাস,পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল আজিজ এবং অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মংসুইপ্রু চৌধুরী।