ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

প্রতিদান: কৃতির কৃতিত্ব

কামরুল হাসান: | প্রকাশের সময় : বুধবার ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ০৯:৫৯:০০ অপরাহ্ন | সাহিত্য

দক্ষিণ জামালপুরের ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ হিসেবে খ্যাত দিগপাইত ধরণী কান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়েরই একজন মেধাবী ও কৃতি শিক্ষার্থী আকলিমা পারভীন সুজি। তিনি ১৯৯৯ সালের এসএসসি পরীক্ষায় স্টার মার্কস (৮৩২ নম্বর) পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি ঢাকার আজিমপুর সরকারি স্কুল এন্ড কলেজে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। সব দানেরই প্রতিদান আছে। দান বিভিন্ন প্রকারের হয়ে থাকে। এখানে প্রতিষ্ঠান তথা শিক্ষকের বিদ্যাদানের প্রসঙ্গই যুক্তিযুক্ত। যে বিদ্যালয় ও বিদ্যালয়ের শিক্ষকদের বিদ্যা দানে তিনি আজ সুপ্রতিষ্ঠিত। তাই তিনি তার বিদ্যালয়ের জন্য প্রতিদানে কিছু করার কথা ভেবে আসছিলেন। সে দিন সে সুযোগ এসে যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়Ñ “বিদ্যা সহজ, শিক্ষা কঠিন। বিদ্যা আবরণে আর শিক্ষা আচরণে।”

গত ১২ ফেব্রুয়ারি দিগপাইত ধরণী কান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতার সকল বিজয়ীদের পুরস্কারসহ অত্র প্রতিষ্ঠান ও পার্শ্ববর্তী দিগপাইত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীর জন্য উপহারসামগ্রী কিনে দেন। তিনি ঢাকার লালবাগ মডেল কলেজের রসায়ন বিভাগের প্রভাষক এখলাছুর রহমান কবিরের সহধর্মিনী। দিগপাইত ধরণী কান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান মিন্টুর ছোট বোন। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রামের আলহাজ্ব সুরুজ্জামান ও আলহাজ্ব আনোয়ারা বেগমের কনিষ্ঠ সন্তান।

(লেখক: সাংবাদিক, ডিরেক্টর- বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব, ঢাকা এবং সাবেক শিক্ষক ও এনজিও কর্মকর্তা)