বিভিন্ন প্রলোভন দেখিয়ে ঋণ প্রত্যাশীদের প্রধান উপদেষ্টার তহবিল থেকে সুদ মুক্ত ঋণ দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ নভেম্বর) রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের গাছার শরীফপুরের আশরাফ মার্কেট এলাকায় স্থানীরা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় মন্টু মিয়া নামে এক ভুক্তভোগী অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাদের শনিবার দুপুরে মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।
আটককৃতরা হলেন, গাজীপুরের ওঝারপাড়া এলাকার আব্দুল মতিন ব্যাপারী ছেলে শহিদুল ইসলাম ওরফে মধু (৫৫), বগুড়ার শিবগঞ্জ উপজেলার পুকিবাজিত এলাকার আব্দুল হালিমের ছেলে জাফর (৪০), জামালপুরের মেলান্দহ থানার কুলিয়া গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে আলাল (৪৫) ও ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাপখালির মৃত কুরবান আলীর ছেলে রমজান (৪০)।
গ্রেফতারকৃত মধু বলেন, টাকার বিপরীতে ঋণ ও সম্মেলনে উপস্থিতির জন্য টিকেট দিয়েছেন। ওই টিকেট নিয়ে নির্দিষ্ট বাসযোগে ঢাকার সম্মেলনে যাবেন ঋণ প্রত্যাশীরা। সেখানে সম্মেলনের লগো যুক্ত একটি করে টি-শার্ট দেওয়া হবে। একই সময় ঋণ প্রত্যাশীদের চূড়ান্ত তালিকা করা হবে। জনপ্রতি পেয়ে যাবেন তিন লাখ থেকে কোটি টাকা ঋণ। মাসিক তিন হাজার টাকা হারে কিস্তির মাধ্যমে পরিশোধের সুযোগ পাবেন ঋণ গ্রহীতা। গাজীপুর থেকে এক হাজার লোককে দেওয়া হবে এ ঋণ। এর মধ্যে ৮৫০ জন হয়ে গেছে আর ১৫০ জন বাকি আছে।
একাধিক ভুক্তভোগী জানান, ৩০০ টাকার বিপরীতে কিছু দেয়নি তারা। ৪০০ টাকার বিনিময়ে যারা ঢাকায় গিয়ে সম্মেলনে যোগ দিয়ে উপস্থিতি জানান দিবে তাদের বাসের টিকেট দেওয়া হয়েছে। আমি প্রতারকসহ এর সঙ্গে জড়িত সবার বিচার চাই।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলি মোহাম্মদ রাশেদ জানান, অভিযুক্তদের কারাগারে পাঠানো হয়েছে।
বায়ান্ন/এসএ