মাদারীপুরের শিবচরে অত্যাধুনিক ৬ তলা বিশিষ্ট চৌধুরী ফিরোজা বেগম মহিলা প্রশিক্ষণ কেন্দ্র কাম হোস্টেল উদ্বোধন করা হয়েছে। উপজেলার পৌরসভার বাবু বাড়ি রবীন্দ্র সরোবর এলাকায় অবস্থিত চৌধুরী ফিরোজা বেগম মহিলা প্রশিক্ষন কেন্দ্র কাম হোস্টেল উদ্বোধন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক এই প্রশিক্ষণ কেন্দ্রে একসাথে ৬০ জন নারী ৪ বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন। সেই সাথে আবাসন সুবিধার পাশাপাশি আরো ৫৪ জন কর্মজীবী নারী স্বল্প খরচে আবাসন সুবিধা পাবেন। একইসাথে ডে কেয়ারের সুবিধা পাবে ২৫ জন শিশু।
শনিবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব আবেদা আক্তার, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক যুগ্ম সচিব মনোয়ারা ইশরাত, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব নাহিদ মঞ্জুরা আফরোজ, মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক নজরুল ইসলাম, প্রকল্পের প্রকল্প পরিচালক ফারহানা আক্তার, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আ: লতিফ মোল্লা, পৌর মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা: মো: সেলিম, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান প্রমুখ।
চৌধুরী ফিরোজা বেগম মহিলা প্রশিক্ষণ কেন্দ্র কাম হোস্টেল উদ্বোধন শেষে পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন চিফ হুইপ। তিনি বলেন, নারী নেতৃত্বে ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফার্স্ট প্রাইরোটি দেন। তাই আজ দৃশ্যমান প্রধানমন্ত্রী সংসদ নেতা নারী। বিরোধী দলের নেতা নারী। স্পীকার নারী, আওয়ামীলীগের উপনেতা নারী। একসময় স্বরাষ্ট্র শিক্ষাসহ অনেকগুলো গুরুত্বপূর্ণ মন্ত্রনালয় মাননীয় প্রধানমন্ত্রী নারীদের দায়িত্ব দেন। এরআগে স্থায়ী কমিটির সভাপতি নারীরা কম হতো। এবার যোগাযোগ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিসহ অনেকগুলো কমিটিতে নারী নেতৃত্ব দিয়েছেন। এরকারণ হচ্ছে আমাদের জনসংখ্যার অর্ধেক নারী। তাদেরকে যদি আমরা এগিয়ে নিতে পারি, শিক্ষিত করতে পারি তাহলে প্রধানমন্ত্রীর ভিশন স্মার্ট বাংলাদেশ গড়া সহজ হবে।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, শিক্ষার্থীরা দেশের আগামীর ভবিষ্যত। ২০৪১ সালে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ। আজকের তরুন প্রজন্মই স্মার্ট বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবেন। নারী শিক্ষা এগিয়ে নিতে বাল্য বিবাহ বন্ধ করতে প্রধানমন্ত্রী দেড় কোটি মেয়ে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করছেন।