ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসিভুক্ত ১৪ দেশের রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বুধবার ১৮ অক্টোবর ২০২৩ ০৯:১২:০০ অপরাহ্ন | জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জরুরি বৈঠকে বসছেন ওআইসির সদস্যভুক্ত ১৪ দেশের রাষ্ট্রদূত।

 

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যার পরে গণভবনে এ বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার।

 

এ বৈঠকে অংশ নেওয়াদের মধ্যে রয়েছেন ফিলিস্তিন, সৌদি আরব, আলজেরিয়া, মরক্কো, কাতার, লিবিয়া, তুরস্ক, ইরান, ব্রুনেই, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ওমান, ইন্দোনেশিয়া ও মিশরের রাষ্ট্রদূতগণ।

 

বৈঠক শেষে গণভবনের গেটে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে।

 

বর্তমানে ওআইসির সদস্য দেশ ৫৭টি। জাতিসংঘের পর সবচেয়ে বড় আন্তদেশীয় জোট এটি। প্রায় ১৮০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করে এ জোট।