ঢাকা, মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ই পৌষ ১৪৩১

প্রবাসীরা দেশের উন্নয়নে ভুমিকা রাখছেন : এমপি হাবিব

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : শুক্রবার ৪ ফেব্রুয়ারী ২০২২ ০৬:২৩:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রবাসীরা দেশের উন্নয়নে ভুমিকা রেখে চলেছেন। তাঁরা প্রবাসে থাকলে তাদের মন সব সময় দেশে থাকে। দেশের স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার উন্নয়নে প্রবাসীরা উল্লেখযোগ্য অবদান রাখছেন।

তিনি বৃহস্পতিবার বিকেলে যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে নির্মিত বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের পূর্ব সুনাপুর উত্তরপাড়া জামে মসজিদ ও সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঠানচক মোকামবাড়ি জামে মসজিদের উদ্বোধন উপলক্ষে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

পৃথক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার, মাওলানা আব্দুল হাই, পূর্ব সুনাপুর উত্তরপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোতাহির আলী সোহেল, যুক্তরাজ্য প্রবাসী হাজী কয়েছ আহমদ, মাওলানা খালেদ আহমদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা তাতী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, সহ সভাপতি শাহিন আহমদ, হাজী আব্দুর রউফ, সাইস্তা মিয়া, কারী আব্দুস সাত্তার, মো. আব্দুল্লাহ প্রমুখ।