ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

ফকিরসহ ৬ জনকে কুপিয়ে আহত করার ঘটনায় ২৭ জনের নামে মামলা

মাদারীপুর প্রতিনিধি: | প্রকাশের সময় : মঙ্গলবার ১৬ নভেম্বর ২০২১ ১১:০৪:০০ অপরাহ্ন | জাতীয়

 

 

আধিপত্য নিয়ে মাদারীপুরের শিবচর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বাবুল ফকিরসহ ৬ জনকে কুপিয়ে আহত করার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে চেয়ারম্যানের ছেলে সুমন ফকিরর ২৭ জনের নাম উল্লেখ করে শিবচর থানায় মামলাটি করেন। পরে এ মামলায় এক নারীকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।

এলাকার আধিপত্য নিয়ে শিবচর ইউনিয়নের নবনির্বাচিত চেয়াম্যান বাবুল ফকির ও তার চাচাতো ভাই রাসেল ফকিরের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার রাত সাড়ে ১০টার দিকে ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফিরছিলেন চেয়ারম্যানসহ তার সমর্থকরা। হঠাৎ চরশ্যামাইল বাজারে তাদের উপর অতর্কিত হামলা চালায় রাসেল ও তার লোকজন। এতে আহত হয় চেয়ারম্যান ও তার ছেলে সুমনসহ ৬জন। তাদেরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই চেয়ারম্যানসহ তিনজনকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। পরে এই ঘটনায় ইউপি চেয়ারম্যানের ছেলে বাদী হয়ে শিবচর থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে শিবচর থানার ওসি মিরাজ হোসেন বলেন, এই ঘটনায় এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

গত ২১ জুন শিবচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন বাবুল ফকির।