ঢাকা, বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারী ২০২৫, ৮ই ফাল্গুন ১৪৩১

ফরিদপুরর খেলাফত যুব মজলিসের দাওয়াতি মিছিল অনুষ্ঠিত

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর | প্রকাশের সময় : সোমবার ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ১২:০০:০০ অপরাহ্ন | দেশের খবর

 সর্বস্তরে আল্লাহর দিনকে বিজয়ী করার লক্ষ্যে ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের আয়োজনে দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার( ২৫ ফেব্রুয়ারি)  বিকালে দাওয়াতি মিছিলটি উপজেলার সরকারি মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জুঙ্গুরদি বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

দাওয়াতি মিছিলটি বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নগরকান্দা উপশাখার সভাপতি মুফতি জসিম উদ্দিন সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখার প্রচার সম্পাদক হাফেজ মুহামদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুফতি ফরহাদ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুব মজলিসের সহ-সভাপতি মোল্লা হাবিবুর রহমান, বায়তুলমাল সম্পাদক মাওলানা আবুল হাসান, নগরকান্দা উপশাখা সম্পাদক সংগঠন মোহাম্মদ শাহাবুদ্দিন, বাইতুল মাল সম্পাদক মোঃ আল আমিন, প্রকাশনা সম্পাদক মাওলানা হাসমত উল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আশরাফ আলী, মজলিসের আমেলা সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা শওকত আলী, সাইফুল ইসলাম সহ অন্যান্যরা।

বায়ান্ন/আরএস