ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের পৈলান পুট্রি গ্রামের কমিউনিটি ক্লিনিক এর সরকারি জায়গা থেকে ২০/২৫টি চারা মেহগুনি গাছ কতৃপক্ষের অনুমতি ছাড়াই বিক্রি করেছে ম্যানেজিং কমিটির সদস্যরা।
শনিবার (৩জুন) সরেজমিনে কমিউনিটি ক্লিনিক এর সামনে গাছের গুড়িগুলো দেখা যায়।
স্থানীয়রা জানায়, ঐ ক্লিনিকের ম্যানেজিং কমিটির সভাপতি চরযশোরদী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার ফারুক হোসেন, সহ সভাপতি সাবেক মেম্বার হিরু মিয়া,সদস্য রেজাউল মাতুব্বর, কোষাধ্যক্ষ মোঃ দেলোয়ার মুন্সি ক্লিনিকের দায়িত্বে নিয়োজিত ডাঃ রিপন,সদস্য ওসমান ফকির সহ অন্যন্যা সদস্যদরা গাছ বিক্রির সাথে জড়িত থাকার বিষয় জানা গেছে।
সভাপতি ফারুক মেম্বার এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি ৭ হাজর টাকা গাছ বিক্রির কথা শিকার করেন। এছাড়া অন্য সদস্যদের সাথে কথা হলে তারাও গাছ বিক্রির কথা শিকার করে।
তবে কি কারনে এসব গাছ বিক্রি করা হয়েছে এবং ঊর্ধ্বতন কতৃপক্ষের অনুমতি নেওয়া হয়েছে কিনা কোন পেপার্স আছে কিনা এর জবাবে সদস্যরা বলেন ক্লিনিকের উন্নয়নে এসব গাছ বিক্রি করা হয়েছে। এজন্য কারো অনুমতি নেওয়ার হয়নি প্রয়োজন মনে করিনি।
এ ব্যাপারে বুধবার (৪ জুন) নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. তামজীদ জোবায়ের এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।