ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

ফুলবাড়িয়ায় খাস জমিতে শেখ রাসেল স্মৃতি সংসদ সাইনবোর্ড দিয়ে ঘর দখল

মো. হাবিব, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ৬ নভেম্বর ২০২৩ ০৭:০০:০০ অপরাহ্ন | দেশের খবর

সরকারী খাস ভূমিতে "কর্তৃপক্ষের অনুমতি ব্যাতিত প্রবেশ নিষেধ" এমন সাইনবোর্ড স্থানীয় ভূমি অফিস টানিয়ে দিলেও বেপরোয়া দখলবাজ স্থানীয় নেতা পরিচয়দানকারী সাইদুলগং সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে সাইনবোর্ডটি উপড়ে ফেলে "শেখ রাসেল স্মৃতি সংসদ"এর সাইন বোর্ড টানিয়ে দিয়েছেন। সরকারী হাটবাজারের খাস জমি  দখলে নিতে বেপরোয়া হয়ে উঠেছে।এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

দীর্ঘদিন যাবত এক শ্রেনীর দখলবাজ বাজারের খাস জমি দখলে নিয়ে দোকান ঘর নির্মান করে ভাড়া দিয়ে আসছে। দখলবাজরা ভাড়া দিয়েও ক্ষ্যান্ত হয়নি বাজারের সরকারী খাস জমি ষ্ট্যাম্পের মাধ্যমে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন বিভিন্ন পত্রিকায় ছাপা হলেও স্থানীয় উপজেলা ভূমি অফিসের কোন পদক্ষেপ না নেয়ায় বেপরোয়া হয়ে পড়েছে দখলবাজ সাইদুল গং। সম্প্রতি বাবুগঞ্জ বাজারে সরকারী দখলকৃত ভূমির একটি দোকান ঘরে “কর্তৃপক্ষের অনুমতি ব্যাতিত প্রবেশ নিষেধ” এমন সাইনবোর্ড স্থানীয় ভূমি অফিস টানিয়ে দিলেও বেপরোয়া দখলবাজ স্থানীয় নেতা পরিচয়দানকারী সাইদুলগং সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে সাইনবোর্ডটি উপড়ে ফেলে “শেখ রাসেল স্মৃতি সংসদ” এর সাইন বোর্ড টানিয়ে দোকান ঘর দখলে নিয়ে গেছে ।

কালাদহ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আমি নিজে এ্যসিল্যান্ড স্যারের আদেশে নিষেধাজ্ঞার সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিলাম। এখন দেখি সাইনবোর্ডটি নেই। বিষয়টি এসিল্যান্ড স্যারকে অবহিত করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম বলেন, বাবুগঞ্জ বাজারে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে দোকানঘর দখলে নেয়ার বিষয়টি জেনেছি। এসিল্যান্ড, সার্ভেরার নিয়ে অবৈধ দখল অভিযান চালানোর বিষয়ে প্রস্তুতি নেয়া হচ্ছে।