ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

ফুলবাড়িয়ায় জাসদের ৫১তম প্রতিষ্ঠা বাষিকী পালিত

মো. হাবিব, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) : | প্রকাশের সময় : মঙ্গলবার ৩১ অক্টোবর ২০২৩ ০৫:৩৪:০০ অপরাহ্ন | দেশের খবর

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিাত হয়েছে। মঙ্গলবার দুপুরে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জাসদের সভাপতি সাইদুর রহমান বিএসসির সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাষ্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও মহানগর জাসদের সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু। আরো বক্তব্য রাখেন, জেলা শ্রমিক জোটের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ শামসুল আলম খান,পৌর জাসদের সভাপতি আহসান হাবিব বাবলু, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল মাষ্টার, যুগ্ন সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, আইয়ুব আলী সরকার, শ্রম বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল রহিম,মেসের আলী ফকির,ডাঃ আব্দুল কাদের,বাক্তা ইউনিয়ন জাসদের সভাপতি সাংবাদিক ফজলুল হক প্রমুখ। বর্ণাঢ্য র‌্যালি সদরের প্রধান সড়ক দক্ষিণ করে ভালুকজান বাজারে নোঙ্গর কমিউনিটি সেন্টারে শেষ হয়। এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন জাসদের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।