ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

ফুলবাড়িয়ায় বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশে

মো. হাবিব, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ৫ নভেম্বর ২০২৩ ০৭:২৫:০০ অপরাহ্ন | দেশের খবর

সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোসলেম উদ্দিন এড. এমপির নেতৃত্বে  দেশব্যাপী বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত  হয়েছে। রবিবার স্থানীয় ডাকবাংলো প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শামসুল হকের সভাপতিত্বে, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খানের সঞ্চালনায়, বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট এমপি, সহ-সভাপতি ডাঃ তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপক ফারজানা শারমীন বিউটি, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শিমুল  তরফদার, ইউপি চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন নিশি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ নুরুল ইসলাম , ওয়াদুদ আকন্দ দুদু,  শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম মাষ্টার, সাংবাদিক গোলাম ফারুক আকন্দ, সেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান, পৌর কাউন্সিল শাকের আহমেদ খান, উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক আফিফ হাসান খান শামীম প্রমুখ। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।