বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফুলবাড়িয়ায় দেশব্যাপী বিএনপি-জামাতের সন্ত্রাস,নৈরাজ্য, অগ্নি সংযোগ ও দেশ বিরোধী হরতাল-অবরোধের প্রতিবাদে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১২ নভেম্বর) সকালে পৌর আওয়ামী লীগ ও উপজেলা মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফার পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকার। আরোও বক্তব্য রাখেন, সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ রুহুল আমীন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শরাফ উদ্দিন শর, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক অছেক বিল্লাহ শামীম, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব ইলিয়াস, সাবেক ছাত্র নেতা মোঃ রফিকুল ইসলাম তারা প্রমুখ। এসময় তৃনমুল আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন।