ঢাকা, শনিবার ১৮ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

ফুলবাড়ীয়ায় নির্বাচনী জনসভায় ট্রাকের পক্ষে গণজোয়ার

মোঃ হাবিব, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) : | প্রকাশের সময় : সোমবার ১ জানুয়ারী ২০২৪ ০৭:৪৪:০০ অপরাহ্ন | দেশের খবর

আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনে ট্রাক প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে মন্তব্য করেছেন স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকার। সেখানে গণসংযোগ ও নির্বাচনী জনসভায় যাচ্ছেন হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। ৭ জানুয়ারী ট্রাক মার্কায় ভোট দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন বলে জানাচ্ছেন জনসাধারণ। রবিবার সন্ধ্যায় পর (৩১ ডিসেম্বর) উপজেলার রাধাকানাই ইউনিয়নে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকার। জনসভায় বলেন, গণসংযোগ ও পথসভায় যেখানেই যাচ্ছি, সেখানেই স্বতঃস্ফূর্তভাবে ও উচ্ছ্বাসের সাথে হাজার হাজার মানুষ উপস্থিত হচ্ছেন। উন্নয়নের প্রতীক ট্রাকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিভিন্ন ওয়ার্ড থেকে শোডাউন নিয়ে সভায় হাজার হাজার নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। তিনি আরো বলেন, উপজেলাকে আরো সমৃদ্ধ, আরো উন্নত ও কর্মমুখর করতে কাজ করতে চাই। আপনারা দোয়া করবেন, যাতে এই কাজগুলো আমি করতে পারি। মানুষের দুঃসময়ে পাশে ছিলাম, আগামীতে থাকবো। তিনি আরো বলেন, আমার কাছে চাইতে হবে না। আমি নিজের জীবন উপজেলাবাসীর কল্যাণে বিলিয়ে দিতে চাই। অবকাঠামোগত উন্নয়নসহ দরকার কর্মসংস্থান। যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি তবে এবার শিল্পায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সহায়তা নিয়ে শিল্প মালিকদের ফুলবাড়ীয়াতে নিয়ে আসবো। যদি ১০ থেকে ১৫ টা গার্মেন্টস ফ্যাক্টরি নিয়ে আসতে পারি তাহলে অন্তত ২০ থেকে ৩০ হাজার মানুষের কাজের জায়গা হবে। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়ন দেখে অনেকের গায়ে জ¦ালা ধরেছে।

সভায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ রুহুল আমীন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব শরাফ উদ্দিন শর, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা এম এ জব্বার, সাবেক ছাত্র লীগের সাধারণ সম্পাদক অছেক বিল্লাহ শামীম, সাবেক সভাপতি রফিকুল ইসলাম রকিব, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব ইলিয়াস, প্রমুখ।