ঢাকা, রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ই পৌষ ১৪৩১

বগুড়া জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : রবিবার ৪ জুন ২০২৩ ০৩:০৭:০০ অপরাহ্ন | দেশের খবর

 

 বগুড়ায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২২ শুরু হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার বেলা ১১টায় বগুড়া জিলা স্কুল “আমিনুল হক দুলাল” অডিটোরিয়ামে বেলুন উড়িয়ে বিজ্ঞান ও প্রযুক্তি  মেলার উদ্বোধন করা হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ আলী মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী ও বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফী প্রমুখ।

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভিন্ন স্কুল ও বিজ্ঞান ক্লাব গুলো ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভোবনী প্রজেক্ট মেলায় নিয়ে আসে।

প্রধান অতিথি মেলা উদ্বোধন শেষে প্রজেক্টগুলো ঘুরে ঘুরে দেখেন।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পৌছাতে হলে আমাদেরকে বিজ্ঞান মনস্ক জাতি গঠন করতে হবে। বিজ্ঞান মনস্ক জাতিই পারে স্মার্ট বাংলাদেশ গড়তে।