চিকিৎসক নিগ্রহের প্রতিবাদ ও ঢাকার সেন্ট্রাল হাসপাতালের সাম্প্রতিক ঘটনায় গ্রেফতার দুই চিকিৎসকের মুক্তির দাবিতে রবিবার দুপুরে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে মানববন্ধন করেছে চিকিৎসকরা।
অবস্টেট্রিক্যাল এ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ(ওজিএসবি) বগুড়া শাখা এই মানববন্ধনের আয়োজন করে। এতে বগুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকবৃন্দ অংশ নেন। বক্তারা বলেন চিকিৎসকরা রোগীদের জীবন রক্ষায় সেবা দেন। সেন্ট্রাল হাসপাতালে প্রসুতি ও শিশুর মৃত্যুর ঘটনা দুঃখজনক। চিকিৎসকরা চেস্টা করেও তাদের বাঁচাতে পারেনি। তবে যদি ভুল চিকিৎসায় কারো মৃত্যু হয় সে জন্য তদন্ত হওয়া উচিত। এজন্য কর্তৃপক্ষ রয়েছেন। তবে তদন্ত না করে চিকিৎসকদের গ্রেফতারে চিকিৎসকরা ক্ষুব্ধ। বক্তারা বলেন,সরকার সারাদেশে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করেছে। প্রসুতি চিকিৎসা সেবাকে ইউনিয়ন পর্যায় নিয়ে যাওয়া হয়েছে। প্রসুতি ও শিশুর চিকিৎসা ব্যাবস্থার উন্নয়নে ব্যাপক পদক্ষেপ নিয়েছে সরকার। মানববন্ধনে বক্তব্য রাখেন বিএমএ বগুড়া শাখার সভাপতি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু, বগুড়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও বিএমএ বগুড়া শাখার সাধারণ সম্পাদক ডাঃ রেজাউল আলম জুয়েল, গাইনি বিভাগের বিভাগীয় প্রধান এবং ওজিএসবি বগুড়া শাখার সাধারন সম্পাদক ডাঃ আখতারি হোসেন চৌধুরী, শজিমেকের উপাধ্যাক্ষ অধ্যাপক ডাঃ সুশান্ত কুমার সরকার, অধ্যাপক ডাঃ নিতাই চন্দ্র সরকার, ডাঃ মনিরুজ্জামান আশরাফ প্রমুখ।