দীর্ঘ ১১ বছর পর টান টান উত্তেজার মধ্যে দিয়ে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের ভোটগ্রহণ শেষ হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) শহরের জিলা স্কুল মাঠে ব্যালটের মাধ্যমে এই ভোট গ্রহন শুরু হয়েছিল। এখন চলছে গণনা।
নির্বাচনে মাত্র ৩০ টি পদে ১৬২ জন প্রার্থী প্র্রতিদ্বন্দীতা করছেন। তার মধ্যে সভাপতি পদে ৪ জন, কার্যকরি সভাপতি পদে ৪ জন, সহ সভাপতি পদে ২২ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ১২ জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন, সমাজকল্যাণ সম্পাদক পদে ৩ জন, সাংস্কৃতিক সম্পাদক পদে ৬ জন, ক্রীড়া সম্পাদক পদে ৭ জন, দপ্তর সম্পাদক পদে ৪ জন, প্র্রচার সম্পাদক পদে ৬ জন, ধর্মীয় সম্পাদক পদে ৩ জন, আন্তঃজেরা সড়ক সম্পাদক পদে ৬ জন, অভ্যন্তরিন সড়ক সম্পাদক পদে ৪ জন ও কার্য্যনির্বাহী সদস্য পদে ৬৮ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন।
৯০ টি বুথে ১৬ হাজার ৯০০ জন ভোটার ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন এই ভোটগ্রহণ চলে।
এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দীতা করছেন, আব্দুল হামিদ বিটুল, কামরুল মোর্শেদ আপেল, শামসুজ্জামান ও ভিকেল আব্দুর রাজ্জাক। সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা হলেন, শামসদ্দিন শেখ হেলাল, সৈয়দ কবির আহম্মেদ মিঠু, শহিদুল ইসলাম, জিয়াউর রহমান লিখন ও আব্দুস সালাম।
এর আগে ২০১১ সালের ২৬ নভেম্বর সংগঠনটির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনে আব্দুল লতিফ মন্ডল সভাপতি ও শামসুদ্দিন শেখ হেলাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ২০২০ সালে লতিফ মন্ডল বার্ধ্যকজনিত কারণে অসুস্থ হয়ে মারা যান। গত অক্টোবর মাসের ৭ তারিখে শহরের চারমাথায় মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহাজাহান খান এমপি উপস্থিত থেকে ২৬ নভেম্বর নির্বাচনের ঘোষণা দেন।