ঢাকা, বুধবার ৮ মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১

বগুড়ার কাহালুতে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : মঙ্গলবার ১৮ জুলাই ২০২৩ ০৮:২৬:০০ অপরাহ্ন | দেশের খবর

 বগুড়ার কাহালুতে ডজন খানেক দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে কাহালু থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু উপজেলার জামগ্রামে গফুরের বাড়ির মোড় থেকে তাদের ব্যবহৃত ডিস্কোভার ১২৫ সিসি একটি মোটরসাইকেল ও ১ ডজন দেশীয় অস্ত্র সহ হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাদরা গ্রামের মোঃআব্দুল গফুরের ছেলে আজিজুল ইসলাম( ৩০) ও একই গ্রামের মোঃ আব্দুর রহমান এর ছেলে শাহিনুর (৩৫)। কাহালু থানা অফিসার ইনচার্জ মাহমুদ হাসান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করছেন। পুলিশ জানায়, আন্তজেলা ডাকাত দলের এই সক্রিয় সদস্যরা দীর্ঘ দিন ধরে ঐ এলাকার ধানের ব্যবসায়ীদের বিভিন্ন সময়ে পথ আটকিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা পয়সা ছিনতাই করে আসছিল। ঐদিন ডাকাত দল মালঞ্চা জামগ্রাম সড়কে ভেটিসোনাই গ্রাম ও পরিশেষ এলাকার মাঝখানে একটি বট গাছের কাছে ব্যবসায়ীদের পথ রোধ করে টাকা ছিনিয়ে নিতে জামগ্রাম হয়ে মোটরসাইকেল যোগে উল্লেখিত স্থানের উদ্দেশ্য রওনা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানা অফিসার ইনচার্জ মাহমুদ হাসান এর দিক নিদের্শনায় এএস আই আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্সসহ মঙলবার বিকেল ৪ টার দিকে উপজেলার জামগ্রাম এলাকায় অভিযান চালিয়ে পথেই তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ১টি বড় ছুরি, ১ টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ১ টি বার্মিজ চাকু, ২টি তাজা গুলি, ১ টি ককটেল, খেলনা পিস্তল ও লোহার রড উদ্ধার করে পুলিশ। কাহালু থানা অফিসার ইনচার্জ মাহমুদ হাসান বলেন, এই চক্রটি দীর্ঘ দিন ধরে ব্যবসায়ীদের পথ আটকিয়ে তাদের নিকট থেকে টাকা পয়সা ছিনিয়ে নিতো। গোপন সংবাদের ভিত্তি পুলিশ তাদের গ্রেফতার করে। এ ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুুতি চলছে বলে তিনি জানান।