ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মহিলাসহ দুইজন নিহত

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৬ জুলাই ২০২৩ ০৩:১৫:০০ অপরাহ্ন | জাতীয়

 বগুড়ায় ট্রাকের ধাক্কায় মহিলাসহ দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন এক সেনা সদস্যসহ চারজন।

বৃহস্পতিবার সকালে বগুড়া-সারিয়াকান্দি সড়কে বগুড়া শহরতলীর ছাতিয়ানতলায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রাবেয়া বেগম (২৬) নামে এক গৃহবধূ ও অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধ রয়েছেন। নিহত রাবেয়া বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বয়রাকান্দি গ্রামের সাগর মিয়ার স্ত্রী। 

বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জামিনুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, পাঁচজন যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশা বগুড়া শহর থেকে সারিয়াকান্দি যাচ্ছিল। সকালে ছাতিয়ানতলায় দ্রুতগামী একটি ট্রাক পিছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশা চালক ও এক সেনা সদস্যসহ চারজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।

তিনি বলেন, আহত সেনা সদস্য পলাশ মাহমুদ(২৩) কুমিল্লা ক্যান্টনমেন্টে কর্মরত। আহত অপর তিনজনের নাম পরিচয় নিশ্চিত করা যায়নি।

পুলিশ কর্মকর্তা জামিনুর রহমান বলেন, দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে। ট্রাকটি সনাক্ত করতে চেষ্টা চালানো হচ্ছে। ঘটনাস্থলে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।