ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

বগুড়ায় ডিবির অভিযানে ১৬ কেজি গাঁজা, ফেন্সিডিল ও ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : শুক্রবার ১৪ জুলাই ২০২৩ ০৫:০০:০০ অপরাহ্ন | দেশের খবর

 টিম ডিবি বগুড়া‘র পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ১৬কেজি গাঁজা, গাঁজা বিক্রির নগদ দুই হাজার টাকা, ৪০ বোতল ফেন্সিডিল ও দুইশত পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত ১৩ জুলাই রাত ১০টায় বগুড়ার শাজাহানপুর উপজেলার শাকপালা বাসষ্ট্যান্ডে বিসমিল্লাহ শরবত হাউজের সামনে ফাঁকা জায়গা হতে ১৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) স্নিগ্ধ আক্তার, ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ শরাফত ইসলাম এর তত্তাবধানে ডিবি বগুড়া’র ইনচার্জ এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। 

গ্রেফতারকৃতরা হলো কুড়িগ্রামের নাগেশ^রী থানার পূর্বগ্রাম গ্রামের মৃত আলী হোসেনের পুত্র মোঃ নূর আলম(২৭), ফুলবাড়ী থানার অনন্তপুর (বালাবাড়ি) গ্রামের মোঃ আব্দুস সাত্তারের পুত্র মোঃ ইব্রাহিম খলিল (৩৫), একই থানার চন্দ্রখানা গ্রামের মোঃ রফিকুল ইসলামের পুত্র মোঃ মনিরুজ্জামান মিয়া(২৩)।

ডিবির অপর একটি টিম ১৩ জুলাই সন্ধ্যা ৬টায় সদরের চক আকাশতারা  গ্রামে অভিযান চালিয়ে মৃত ইয়াকুব আলীর পুত্র শফিকুল ইসলামের বসত বাড়ি হতে ২ কেজি গাঁজা ও গাঁজা বিক্রির ২ হাজার টাকাসহ তাঁকে গ্রেফতার করে। এছাড়া একই দিন বগুড়া ডিবির পৌনে ৬টার সময় সদর থানাধীন সেলিম হোটেল টু হাড্ডিপট্টিগামী পাকা রাস্তায় ভাংরীপট্টি আফজাল এর হার্ডওয়ারের দোকানের সামনে হতে ৪০ বোতল ফেন্সিডিলসহ সদরের পলিকুকরুইল (পল্লীপাড়া) গ্রামের মোঃ জহুরুল ইসলামের পুত্র মোঃ সোহাগ ইসলাম(২২), গ্রেফতার করে। 

অন্যদিকে বগুড়া ডিবির আরেকটি টিম  ১৩ জুলাই ৮টার দিকে বগুড়া সদর থানাধীন সাতমাথা হতে তিনমাথাগামী রাস্তার বিআরটিসি বাস ডিপো এর মেইন গেটের অপর দিকে এপেক্স শো-রুম এর সামনে পাকা রাস্তার পাশ হতে দুইশত পিস ইয়াবা ট্যাবলেটসহ শাজাহানপুরের ডোমনপুকুর গ্রামের মৃত আব্দুল বারীর পুত্র মোঃ শাহজাহান আলী (৪৫) কে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে বগুড়া জেলার শাজাহানপুর ও সদর থানায় পৃথক পৃথক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, ধৃত আসামী মোঃ ইব্রাহিম খলিল (৩৫) এর বিরুদ্ধে ইতিপূর্বে ২টি, ধৃত আসামী মোঃ সোহাগ ইসলাম(২২) এর বিরুদ্ধে ইতিপূর্বে ১টি এবং ধৃত আসামী মোঃ শাহজাহান আলী (৪৫) এর বিরুদ্ধে ইতিপূর্বে ১টি মামলা রয়েছে।