ঢাকা, মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১

বগুড়ায় ডিবি’র পৃথক মাদকবিরোধী অভিযানে ১১ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ৩১ জুলাই ২০২২ ০৬:৪৮:০০ অপরাহ্ন | দেশের খবর

বগুড়ার গোয়েন্দা পুলিশ ডিবি পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ডিবি, বগুড়ার ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ জানান, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর নিদের্শনায় টিম ডিবি এই অভিযান পরিচালনা করে।

শনিবার রাতে বগুড়া সদর থানাধীন মাটিডালী নামক স্থানের বিমান মোড়ের পশ্চিম পাশে রউফ মটরস এর সামনে ফাঁকা জায়গা হতে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শাজাহানপুরের গোহাইল গ্রামের মৃত ইয়াছিন আলী ওরফে ইয়াকুব আলীর পুত্র মোঃ জাহাঙ্গীর আলম (৩৮) ও বারপুর মধ্যপাড়া গ্রামের মোঃ শাহাদত হোসেন ওরফে গিট্ট’র স্ত্রী মোছাঃ হেলেনা বেগম (৩৮) কে গ্রেফতার করে।

ডিবির অপর একটি বেলা আড়াইটার দিকে শেরপুরের ধর্মগ্রাম দক্ষিণপাড়ার জনৈক ওমর হাজির মিল চাতালের পশ্চিম পাশের্^ বগুড়া-ঢাকা মহাসড়কের উপর হতে  ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিজরুল উত্তরপাড়া গ্রামের মৃত জয়নাল মন্ডলের পুত্র নাসির মন্ডল (৩২) কে গ্রেফতার করে।   

একই দিন রাত পৌনে ১০টার দিকে ডিবির আরো একটি টিম জেলার শাজাহানপুর থানাধীন লিচুতলা বনানী বাইপাস টু মাটিডালি গামী পাকা রাস্তা নিশ্চিন্তপুর বাজারের নিকট নিশ্চিন্তপুর চারমাথা মোড়  হতে ১কেজি গাঁজাসহ শাজাহানপুরের নিশ্চিন্তপুর চকপাড়া গ্রামের মোঃ ওসমান গণির পুত্র মোঃ মিন্টু হোসেন (৩৩) কে গ্রেফতার করে।    

পরদিন সকাল পৌনে ১০টায় বগুড়া সদরের ছিলিমপুর নামক স্থানে রংপুর-টু-ঢাকা গামী রাস্তার পূর্ব পার্শ্বে লিখন এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার পার্শ্বে হতে ৭ কেজি গাঁজাসহ কুমিল্লা জেলা সদরের  দৌলতপুর মোঃ শফিকুল ইসলাম স্ত্রী মোছাঃ সেলিনা বেগম (৪৫) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর, শেরপুর ও শাজাহানপুর থানায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।