ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

বগুড়ায় দোআঁশ পাবলিক লাইব্রেরীর ‘মানসিক বিকাশে বইয়ের ভূমিকা’ শীর্ষক আলোচনা

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ২২ জুলাই ২০২৩ ০১:৪৪:০০ অপরাহ্ন | দেশের খবর

দোআঁশ পাবলিক লাইব্রেরীর আয়োজনে ‘মানসিক বিকাশে বইয়ের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গাবতলী শহীদ মিনার সংলগ্ন দোআঁশ পাবলিক লাইব্রেরী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা মোঃ রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ছড়াকার ও কবি আমির খসরু সেলিম। দোআঁশ পাবলিক লাইব্রেরীর সভাপতি কবি ইসলাম রফিকের সভাপতিত্বে এবং লাইব্রেরীয়ান পবিত্র প্রামাণিকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, গাবতলি উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির সভাপতি কাশেম আলী, ছাত্রনেতা মিনহাজুল ইসলাম এবং কবি ইলিয়াস উদ্দিন। কবিতা পাঠ করেন কবিতার বুলবুল এবং আবৃত্তি করেন মারুফা আকতার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাবতলি উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাবেক ছাত্রনেতা আবির হোসেন ফাইন, ব্যবসায়ী নিজাম উদ্দিন, কবি আমিনুল ইসলাম রনজু, ইব্রাহিম হোসেন, মোঃ পিলু, মেহেদী হাসান প্রমুখ।

বক্তারা সবাইকে বইপাঠে মনযোগী হওয়ার আহবান জানান। বিশেষ করে অভিভাবকদের আরো সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন। পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই একজন শিক্ষার্থীকে মানুষ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখে বিধায় সেই বই পড়ার সুযোগ শিক্ষার্থীদের দিতে হবে। বক্তারা লাইব্রেরীর কার্যক্রমকে আরো বৃদ্ধির জন্য আহবান জানান এবং নিয়মিতভাবে এরকম আয়োজনের পরামর্শ প্রদান করেন।