নিজ সন্তানের নির্যাতনের শিকার হয়ে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ির আমতলী দক্ষিণ পাড়ার মোঃ মাহফুজার রহমান তোতা মÐল। তিনি ১২ এপ্রিল দুপুরে বগুড়া প্রেসক্লাবে হাজির হয়ে লিখিত বক্তব্যে তার নেশাগ্রস্থ সন্তানের বিরুদ্ধে এমন অভিযোগ করেন।
তিনি সংবাদ সম্মেলনে বলেন, তিনি একজন বৃদ্ধ, অসহায় ও অ্যাজমা রোগী। তার বড় ছেলে মোঃ মামুনুর রশিদ (বাবু) ও তার পুত্রবধু মোছাঃ মরজিনা বেগম ও নাতি মোঃ মুরাদ তার নামে দুই বিঘা ফসলি জমি ও ৬ শতাংশ জমির উপর নির্মিত বাড়ি লেখে নেবার জন্য চাপ দিয়ে তাকে ও তার প্রতিবন্ধী স্ত্রীকে মারপিট করে। তার পুত্র বাবু বাড়ির আসবাবপত্রসহ ভাংচুর ও মালামাল লুটপাট করে।
এক পর্যায়ে তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তিনি উল্লেখ করেন গত ২৪ মার্চ ২০২৩ তারিখে তার জমি বিক্রির দেড় লাখ টাকা ছিনিয়ে নেয় এবং জোর করে ৩টি ১০০ টাকার সাদা নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়, যা দিয়ে তার ছেলে তার বড় কোন ক্ষতি করতে পারে বলে তিনি আশঙ্কা করেন। এমনকি ফুলবাড়ি হাটের ওপর তার মেকানিকের দোকানে তালা লাগিয়ে দেয়। তার প্রতিবন্ধি স্ত্রীর প্রতিবন্ধি ভাতার কার্ডও ছিনিয়ে নেয়।
তিনি আরো উল্লেখ করেন তার নেশাগ্রস্থ পুত্র ও পুত্রবধূ দীর্ঘদিন ধরে তাদেরকে মারপিট করে আসছে। জমি লিখে দিতে রাজি না হওয়ায় নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেয়। বর্তমানে তিনি তার প্রতিবন্ধি স্ত্রীসহ অন্যের বাড়িতে অবস্থান করছেন। এব্যাপারে পুলিশের সহযোগিতার জন্য থানায় গেলে মামলা না নিয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে থানা থেকে তাড়িয়ে দেয় এবং আদালতে মামলা দায়ের করতে বলে।
পরে নিরুপায় হয়ে তিনি ও নাতি জামাই মহিউদ্দিন আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্ত করার জন্য আদালত সারিয়াকান্দি থানার ওসিকে নির্দেশ দিলেও থানা এখন পর্যন্ত মামলা দু'টি রেকর্ড করেনি বলে তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
তিনি অভিযোগ করে বলেন, তার তিনকন্যা, জামাতা ও নাতীরা তাকে সাহায্য করায় তার নেশাগ্রস্থ ছেলে বাবু ও পুত্রবধু তাদেরকেও মারপিট করে। তার জামাতা ও নাতীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দিয়ে হয়রানির চেষ্টা করে, মামলা তদন্তে মিথ্যা প্রমাণিত হওয়ায় খারিজ হয়ে যায়।
তিনি তার প্রতিবন্ধী স্ত্রী, কন্যা, জামাতা ও নাতীদের নিরাপত্তা নিশ্চিত করে আসামিদের বিরুদ্ধে শাস্তিম‚লক ব্যবস্থা গ্রহণের জন্য এবং নিজ বাড়িতে ফিরে গিয়ে নির্বিঘেœ বসবাস ও সম্পত্তি রক্ষার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার প্রতিবন্ধি স্ত্রী গুলে নাহার বেগম।