বিএনপি জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিনে মঙ্গলবার বগুড়ায় অবরোধকারীরা মহাসড়কে যানবাহনে অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে। এছাড়া পুলিশের সঙ্গে বিএনপি’র ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে বহু ককটেল বিস্ফোরণ ছাড়াও ইটপাটকেল নিক্ষেপ করে। অবরোধকারীরা রাস্তায় টায়ার জ¦ালিয়ে প্রতিবন্ধকতা সৃস্টি করে। তবে আইন শৃংখলাবাহিনীর উপস্থিতিতে মহাসড়কে পন্যবাহী ট্রাকসহ অন্য যানবাহন চলাচল করে। এছাড়া শহর এলাকায় যানবাহন চলাচল ও জনজীবন ছিলো স্বাভাবিক।
বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার বনানী ও বগুড়া-রংপুর সড়কের বাঘোপাড়া এলাকায় অবরোধকারীরা লাঠি সোটা নিয়ে অবস্থান নিয়ে টায়ার জ¦ালায়। পরে পুলিশ তাদের সরে যেতে বলে। প্রথমে বাঘোপাড়া এলাকায় বিএনপি বাসসহ বেশ কিছু যানবাহন ভাংচুর করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এসময় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপ করে। এছাড়া বনানীর লিচুতলা এলাকাতেও তারা ককটেল বিস্ফোরণ এবং ৩টি মটরসাইকেলে অগ্নিসংযোগসহ পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে শর্টগানের গুলি ছোঁড়ে। দুপুরে বাঘোপাড়ায় একাটি কাভার্ড ভ্যানে অবরোধকারীরা আগুন দেয়। বনানী, মাটিডালি ও বাঘোপাড়া এলাকায় বাস ও পন্যবাহী ট্রাক প্রায় ১৫টি ট্রাকসহ অন্য যানবাহন ভাংচুর করে অবরোধকারীরা। পুলিশ ধাওয়া দিলেই তারা বিভিন্ন গলিতে পালিয়ে যায় এবং যানবাহনে হামলা ও ককটেল বিস্ফোরণ করে। অপর দিকে দুপুরে শহরের সাতমাথায় মুজিব মঞ্চে জেলা আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ।