ঢাকা, রবিবার ৫ মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু রচিত 'আমার দেখা নয়াচীন' বই পেলেন বাঞ্ছারামপুরের সহস্রাধিক শিক্ষার্থী

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশের সময় : সোমবার ৬ মার্চ ২০২৩ ১০:৫৫:০০ অপরাহ্ন | দেশের খবর
 
 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত  'আমার দেখা নয়াচীন' বই পেলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সহস্রাধিক শিক্ষার্থী। উপজেলার উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে পানিসম্পদ উপমন্ত্রী এ.কে.এম. এনামুল হক শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শত বছরেরও প্রাচীন এই বিদ্যাপীঠের প্রায় ১৩ শ' শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধুর রচিত বই উপহার প্রদান করেন। এছাড়াও সেখানকার কৃষ্ণনগরে বঙ্গবন্ধু'র ম্যুরালের  উদ্ধোধন করা হয়। 
 
 
সোমবার (০৬ মার্চ) দুপুরে দুপুরে উজানচর খেলার মাঠে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পানিসম্পদ উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম বলেন, বিগত ২০০৮'র নির্বাচনকালে 'ডিজিটাল বাংলাদেশ গঠন' আওয়ামী লীগের ইশতেহার দেয়ায় বিএনপিসহ বিরোধীদল টিপ্পনী কেটেছিলো। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার পর আজকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছি। আওয়ামী লীগের মতো গণতান্ত্রিক দল পৃথিবীতেই কম আছে। প্রধানমন্ত্রীও নির্বাচিত হন গণতান্ত্রিকভাবে। আমাদের  আস্থা এ দেশের মানুষের প্রতি। বাইরে থেকে নির্বাচন নিয়ে কে কি বলল তা আমরা আমলে নিচ্ছি না। নির্বাচন নিয়ে বহি:র্বিশ্বের কোন মন্তব্য কিংবা পরিসংখ্যান আওয়ামী লীগ আমলে নিচ্ছে না। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে।
 
 
উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যায় পরিচালনা কমিটির সভাপতি ও উজানচর ইউনিয়ন পরিষদেরর চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনি'র সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. ক্যাপ্টেন (অব.) এ.বি. তাজুল ইসলাম এম.পি। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম, পৌরমেয়র তোফাজ্জল হোসেন, উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর প্রমুখ। অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে উপমন্ত্রী স্থানীয় কৃষ্ণনগরে বঙ্গবন্ধু্'র ম্যুরাল, উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের মুজির কর্ণার ও পাঠাগারের উদ্বোধন করেন। (ছবি : মেইলে সংযুক্ত)
                               #