ঢাকা, মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

বাঁশখালী ডিগ্রি কলেজের এডহক কমিটির গঠিত

শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী (চট্টগ্রাম) : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩ অক্টোবর ২০২৪ ১১:৪০:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
সভাপতি আশরাফ হোসেন রাজ্জাক ও সদস্য আশেক এলাহি সোহেল।

বাঁশখালীর গুনাগারীস্থ বাঁশখালী ডিগ্রি কলেজের এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। এতে বিশিষ্ট আইনজীবী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাককে সভাপতি এবং সাধনপুরের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আশেক এলাহী সোহেলকে সদস্য করা হয়েছে। এরা দুই জনই বিএনপি সমর্থক এবং নেতা বলে জানা গেছে।

গত ২ অক্টোবর বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আবদুল হাই ছিদ্দিক স্বাক্ষরিত এক আদেশে ৫ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন করা হয়। ভাইস চ্যান্সেলরের নির্দেশ ও ক্ষমতাবলে এই কমিটি অনুমোদন করা হয়েছে বলে জানানো হয়।

কমিটিতে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রতিষ্ঠাতা সদস্য অথবা দাতা সদস্য থেকে ১ জন এবং শিক্ষকদের মধ্য থেকে ১ জন এবং পদাধিকার বলে অধ্যক্ষকে সদস্য সচিব করা হয়েছে।

বাঁশখালী কলেজের নতুন কমিটিকে বাঁশখালী প্রেসক্লাব সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, সেক্রেটারী আবদুল মতলব কালুসহ বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন।