বাঁশখালীর গুনাগারীস্থ বাঁশখালী ডিগ্রি কলেজের এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। এতে বিশিষ্ট আইনজীবী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাককে সভাপতি এবং সাধনপুরের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আশেক এলাহী সোহেলকে সদস্য করা হয়েছে। এরা দুই জনই বিএনপি সমর্থক এবং নেতা বলে জানা গেছে।
গত ২ অক্টোবর বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আবদুল হাই ছিদ্দিক স্বাক্ষরিত এক আদেশে ৫ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন করা হয়। ভাইস চ্যান্সেলরের নির্দেশ ও ক্ষমতাবলে এই কমিটি অনুমোদন করা হয়েছে বলে জানানো হয়।
কমিটিতে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রতিষ্ঠাতা সদস্য অথবা দাতা সদস্য থেকে ১ জন এবং শিক্ষকদের মধ্য থেকে ১ জন এবং পদাধিকার বলে অধ্যক্ষকে সদস্য সচিব করা হয়েছে।
বাঁশখালী কলেজের নতুন কমিটিকে বাঁশখালী প্রেসক্লাব সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, সেক্রেটারী আবদুল মতলব কালুসহ বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন।