ঢাকা, মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

বাঁশখালীতে রাতে গ্রেফতার দিনে জামিন পেলেন যুবলীগ নেতা পিটু

শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী (চট্টগ্রাম) : | প্রকাশের সময় : শুক্রবার ৪ অক্টোবর ২০২৪ ১০:৩২:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালী উপজেলা যুবলীগের সদস্য শওকত হোসেন পিটুকে (৩৫) বুধবার রাতে গ্রেফতার করে পুলিশ। রাতে গ্রেফতারের পর পরদিন বিকেলে জামিন পান অর্ধ ডজন মামলার আসামি পিটু। এনিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে উপজেলার কালীপুর ইউনিয়নের গুণাগরী এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার হন যুবলীগের উপজেলা শাখার সদস্য শওকত হোসেন পিটু। পিটু কালীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের গুণাগরী এলাকার মৃত আলী আহমদের ছেলে।
বাঁশখালী আওয়ামী লীগের রাজনীতিতে পিটু চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ কবির লিটনের অনুসারী হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, বাঁশখালীর রামদাস মুন্সীর হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (তদন্ত) তপন বাগচির নেতৃত্বে একদল পুলিশ গুণাগরী এলাকায় অভিযান চালিয়ে পিটুকে গ্রেফতার করে। পিটুর বিরুদ্ধে চাঁদাবাজি, জায়গা জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাসহ বিভিন্ন অভিযোগে অর্ধ ডজনেরও বেশি মামলা রয়েছে।

এদিকে যুবলীগ নেতা শওকত হোসেন পিটুকে বৃহস্পতিবার বিকেলে আদালতে তোলা হয়। তার পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করলে বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবদুল হামিদ পিটুর জামিন মঞ্জুর করেন।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, শওকত হোসেন পিটুর জামিনের বিষয়টি শুনেছি। জামিনের কাগজপত্র এখনোও আমাদের কাছে আসেনি।
এদিকে যু্বলীগ নেতা শওকত হোসেন পিটুর গ্রেফতার ও মুক্তির ঘটনা বাঁশখালীতে টক অব দ্যা উপজেলায় পরিনত হয়েছে। শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা।